নাইজেরিয়ায় আত্মঘাতী হামলা বেড়েছে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে আত্মঘাতী হামলা উদ্বেগজনকহারে বেড়েছে। এসব হামলায় বেশিরভাগই নারী ও শিশুরা জড়িত। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ একথা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 06:23 PM
Updated : 26 May 2015, 06:23 PM

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এবছর এ পর্যন্ত ২৭ টি হামলা হয়েছে। যেখানে গতবছর জুড়ে হয়েছিল ২৬ টি হামলা।

হামলাগুলোর তিন-চতুর্থাংশই চালিয়েছে নারী বোমা হামলাকারীরা।

নাইজেরিয়ায় মূলত তৎপরতা চালাচ্ছে বোকো হারাম জঙ্গিরা। বিবিসি’র নাইজেরিয়া বিষয়ক বিশেষজ্ঞ নাজিয়ুর মিকাইলু বলেছেন, আঞ্চলিক বাহিনীর কাছে অনেক অঞ্চল খুইয়ে বোকো হারাম আত্মঘাতী হামলার আশ্রয় নিচ্ছে।

শিশুরা যে স্বেচ্ছায় বোমা হামলা চালাচ্ছে তা মনে করে না ইউনিসেফ। বরং তাদেরকে এ হামলা চালানোর জন্য ভয়াবহভাবে ব্যবহার করা হচ্ছে।জঙ্গিরা শিশুদেরকে অপহরণ করেয়ে গিয়ে আত্মঘাতী হামলা চালাতে বাধ্য করছে বলে জানিয়েছে সংস্থাটি।