কেনিয়ায় চোরাগোপ্তা হামলায় নিহত ২৫

কেনিয়ার পূ্র্বাঞ্চলীয় গারিসা জেলার একটি গ্রামে সন্দেহভাজন আল শাবাব বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ২৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

>>রয়টার্স
Published : 26 May 2015, 09:29 AM
Updated : 26 May 2015, 09:29 AM

মঙ্গলবার কেনিয়ার ‘দি স্টান্ডার্ড’ ও ‘ডেইলি নেশন’ সংবাদপত্রের ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।  
 
প্রকাশিত খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় গারিসা শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরে উম্বিস গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
 
এর আগে একইদিন ওই এলাকায় পুলিশের একটি গাড়ি ল্যান্ডমাইনে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েকজন পুলিশ নিহত ও আহত হন। তাদের উদ্ধার করতে চারটি গাড়ি নিয়ে পুলিশের নতুন একটি দল হাজির হলে বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলার শিকার হন তারা। 
  
উম্বিসে একটি হামলার ঘটান ঘটেছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র মাসুদ এমউয়িনি, তবে বিস্তারিত তথ্য আরো পরে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিষয়ে জানার জন্য তাৎক্ষণিকভাবে দেশটির অন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। 
 
গেল সপ্তাহে আল শাবাবের বন্দুকধারীরা উম্বিসে হামলা চালিয়ে স্থানীয় মসজিদে তাদের পতাকা উড়িয়ে দেয়। এরপর সেখানে নামাজ আদায় করে পাশের গ্রামের উদ্দেশে যাত্রা করে।
 
কেনিয়ার প্রতিবেশী সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব সোমালিয়ায় মোতায়েন কেনীয় সেনাদের প্রত্যাহার চায়। নাইরোবিকে এতে বাধ্য করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়াজুড়ে অসংখ্য হামলা চালিয়েছে তারা। 
 
এপ্রিলে গারিসার একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪৮ জনকে হত্যা করেছিল এই জঙ্গিগোষ্ঠীটি।