মেক্সিকোয় টর্নেডোতে নিহত ১৩ 

প্রাণঘাতী টর্নেডোর আঘাতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ আকুনায় অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2015, 05:24 AM
Updated : 26 May 2015, 05:24 AM

সোমবার সকালে শহরের বাসিন্দারা কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার ব্যস্ত সময়ে টর্নেডোটি আঘাত হানে বলে বিবিসি জানিয়েছে। 

মাত্র কয়েক মুহূর্তের তাণ্ডবে শহরের কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিজ গাড়িতে থাকা ও গণপরিবহনের জন্য অপেক্ষারত লোকজন টর্নেডোর কবলে পড়েন। টর্নেডো প্রাইভেট কারগুলোকে উড়িয়ে নিয়ে ভবনগুলোতে  আছড়ে ফেলে, রাস্তায় থাকা যানবাহনগুলো উল্টে পড়ে এবং অনেক বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যায়। 

এতে অন্ততপক্ষে ১৩ জন নিহত হওয়া ছাড়াও আরও বহু মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
মেক্সিকো থেকে পাওয়া ছবিগুলোতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি দেখা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কোয়াহুইলা রাজ্যের গভর্নর রুবেন মোরেইরা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে এবং একটি বাচ্চা নিখোঁজ। এছাড়া আরো ১৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
সিউদাদ আকুনার মেয়র এভারিস্তো লেনিন পেরেজ বলেছেন, “বাড়িতে অবস্থানকারীরা নয়, নিহতদের অধিকাংশই কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হওয়া লোকজন।” 
তিনি জানান, শহরটির শতাধিক বছরের ইতিহাসে এটিই প্রথম টর্নেডোর ঘটনা। 
আরো হতাহতের খোঁজে উদ্ধারকারীরা শহরটির ক্ষতিগ্রস্ত ৭৫০টি ভবন ও বাড়িতে তল্লাশি করছে। 
কোয়াহুইলা রাজ্যের সিউদাদা আকুনা শহরটির অপর পাশেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডেল রিও শহর। টেক্সাসের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বন্যায় এ পর্যন্ত তিনজন নিহত ও বহু লোক নিখোঁজ রয়েছেন।