রামাদির কাছের শহর ইরাকি বাহিনীর দখলে

ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে রামাদির পূর্বদিকের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 02:50 PM
Updated : 24 May 2015, 02:50 PM

পুলিশ জানায়, শিয়া মিলিশিয়াদের সহায়তায় রোববার রামাদি থেকে মাত্র ১০ কিলোমিটার পূর্বে হুসাইবা আল-শারকিয়া শহরটি দখল করে ইরাকের সরকারি বাহিনী।

শনিবার রাতে শিয়া মিলিশিয়া, ইরাকি বাহিনী ও সরকারপন্থি সুন্নি আদিবাসী যোদ্ধারা আইএস’র বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ শুরু করে।

স্থানীয় আদিবাসী নেতা আমির আল-ফাহদাউই বলেন, “আজ আমরা পুনরায় হুসাইবার নিয়ন্ত্রণ নিয়েছি। আইএস বাহিনীকে পিছু হটাতে আমাদের আরো এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।”

“দলে নতুন যোদ্ধা এবং প্রচুর গোলাবারুদ আসায় যোদ্ধাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।”

এক সপ্তাহ আগে ইউফ্রেতিস নদী তীরবর্তী রামাদির দখল নেয় আইএস জঙ্গিরা।

ইউফ্রেতিস নদীর অপর পাড়ে আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চলছে। মর্টারের গোলা নিক্ষেপ করে ও ‘স্নাইপার ফায়ার’ এর মাধ্যমে সরকারি বাহিনীকে প্রতিহত করছে আইএস।

গত রোববার আনবার প্রদেশের রাজধানী রামদি দখল করে আইএস। গত একবছরের মধ্যে যা ইরাকি বাহিনীর সবচেয়ে বড় পরাজয় বলেই মনে করা হচ্ছে।

সেইসঙ্গে আইএস’কে দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।