বুরুন্ডির বিরোধীদলীয় নেতা গুলিতে নিহত 

বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বিরোধীদল বুরুন্ডিয়ান ইউনিয়ন ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (ইউপিডি- জিগামিবানগা) এর চেয়ারম্যান জেদি ফেরুজি নিহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 06:57 AM
Updated : 24 May 2015, 06:57 AM

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় রাজধানীর নগাগারা এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় তাকে লক্ষ করে গুলিবর্ষণ করা হয়।  
 
এতে ফেরুজি ছাড়াও তার এক দেহরক্ষী নিহত ও অপর একজন আহত হন।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবর্ষণ করেই হত্যাকারীরা দৌঁড়ে পালিয়ে যায়।
 
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা আসছে ২৬ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বার প্রার্থী হওয়ার পর প্রতিবাদ শুরু করে দেশটির বিরোধীদলগুলো। এই প্রতিবাদ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই একজন বিরোধীদলীয় প্রধান খুন হলেন। 
 
২৬ এপ্রিল থেকে শুরু হওয়া ওই প্রতিবাদের অন্যতম সংগঠক ছিলেন ইউপিডি-জিগামিবানগার প্রধান নেতা ফেরুজি। 
 
প্রেসিডেন্টের তৃতীয়বার নির্বাচনে দাঁড়ানোর বিরুদ্ধে প্রতিবাদে বিরোধীদলীয় জোট ডেমক্রেটিক অ্যালিয়ান্স ফর চেঞ্জ (এডিসি-ইকিবিরি) নেতৃত্ব দিচ্ছে। ইউপিডি এই জোটের অন্যতম সদস্য।  দেশটির সুশীল সমাজও এ প্রতিবাদে যোগ দিয়েছে।
 
২৬ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির আইনসভা ও স্থানীয় সরকার পরিষদের নির্বাচন ৫ জুন হওয়ার কথা রয়েছে।