সলোমন দ্বীপপুঞ্জের উপকূলে ৬.৮ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জের খুব কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 

>>রয়টার্স
Published : 23 May 2015, 06:52 AM
Updated : 23 May 2015, 06:52 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। 

শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দ্বীপপুঞ্জের কিরাকিরা শহরের ২২৪ কিলোমিটার পূর্বে সাগরতলদেশের ৩৭ কিলোমিটার নিচে। 

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে জানানো হয়েছিল। 
ভূমিকম্পের কারণে প্রশান্ত মহাসাগরে কোনো সুনামি তৈরি হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। 

গেল সপ্তাহেই সলোমন দ্বীপপুঞ্জ ও সংলগ্ন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। 
 
এর আগে মার্চে হওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তুপ থেকে এখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই দ্বীপ রাষ্ট্রগুলি।