আইএস-বিরোধী অভিযানে শিশু মৃত্যুর স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় নভেম্বরে ইসলামিক স্টেটের (আইএস) ওপর চালানো বিমান হামলায় দুই শিশু নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 01:21 PM
Updated : 22 May 2015, 01:21 PM

ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান শুরুর পর থেকে পেণ্টাগন এই প্রথম তাদের চালানো অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করল।

নভেম্বরের বিমান হামলায় আরো দুইজন বেসামরিক নাগরিক আহতও হয়েছে। ওই সময় আল-কায়েদা সংশ্লিষ্ট খোরাসন গ্রুপ পরিচালিত একটি বিস্ফোরক উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।

হতাহতের ঘটনা খতিয়ে দেখার পর বেসামরিক নাগরিক হামলার শিকার হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।

৮ অগাস্ট থেকে শুরু হওয়া জোট বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের কয়েক ডজন খবর এসেছে। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনেই প্রথম বেসামরিক নাগরিক হতাহতের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

অগাস্ট থেকে বেসামরিক নাগরিক হতাহতের পৃথক পৃথক ৪৬ টি ঘটনা খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক মুখপাত্র।