ইয়েমেনে ত্রাণ কার্যালয়ে গোলায় নিহত ৫

ইয়েমেনের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানবিক ত্রাণ কার্যালয়ে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর গোলা হামলায় অন্তত ৫ ইথিওপীয় শরণার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 02:14 PM
Updated : 21 May 2015, 02:14 PM

ইরান-সমর্থিত হুতি মিলিশিয়া ঘাঁটি হাজ্জা প্রদেশে সৌদি আরবের সীমান্তবর্তী ইয়েমেন সীমান্ত বরাবর মেদি শহরে বিমান হামলার সময় এ গোলা আঘাত হানে। আট সপ্তাহ ধরে ওই এলাকায় বোমা হামলা চালিয়ে আসছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী।

সৌদি বাহিনী এবং হুতি মিলিশিয়ারা পাল্টাপাল্টি প্রচণ্ড গোলা এবং রকেট হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার ইয়েমেনের হুতি অবস্থানে বিমান হামলা চালায় আরব বাহিনী। সৌদি-ইয়েমেন সীমান্তও কখনো কখনো দুপক্ষের মধ্যে সম্মুখসারির রণক্ষেত্রে পরিণত হয়।

চলমান এ সহিংসতার কারণে জেনেভায় ২৮ মে জাতিসংঘ সমর্থিত শান্তি আলোচনা জটিল আকার ধারণ করতে পারে।