টেক্সাসের লড়াইয়ের স্থান থেকে ১২০টি বন্দুক উদ্ধার 

 টেক্সাসের ওয়াকোতে মটরসাইকেল গুণ্ডাদের লড়াইয়ের স্থান থেকে ১২০টি বন্দুক ও ১৬০টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।  

>>রয়টার্স
Published : 21 May 2015, 09:16 AM
Updated : 21 May 2015, 09:19 AM

রোববার প্রতিদ্বন্দ্বী ওই গুণ্ডাদের ভয়াবহ বন্দুক লড়াইয়ে নয়জন নিহত হন। 
 
লড়াইয়ের পর গুণ্ডারা এসব অস্ত্র ও ছুরি ফেলে গেছে বলে বুধবার জানিয়েছে ওয়াকো পুলিশ।
 
ওয়াকোর টুইন পিকস্ রেস্তোরার ময়দার বস্তায় ও চিপসের ব্যাগে গুণ্ডারা অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল, পরে উত্তেজনার এক পর্যায়ে লুকানো এসব অস্ত্র নিয়ে ভয়াবহ বন্দুক লড়াইয়ের জড়িয়ে পড়ে, জানিয়েছে পুলিশ।  
 
বুধবার সকালে পুলিশের এক মুখপাত্র ঘটনাস্থল থেকে এক হাজার অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে দেয়া এক ‍বিবৃতিতে উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত সংখ্যা ৩২০টি বলে জানানো হয়। 
 
এসব অস্ত্রের মধ্যে আগ্নেয়াস্ত্র, ছুরি, গদা, আঙুলে পড়ার তামার সংযুক্ত আংটি, মাথায় তালা আটকানো চেইন আছে বলে ফেইসবুক পোস্টে জানিয়েছে ওয়াকো পুলিশ। 
 
এসব গুণ্ডারা ওয়াকোর সবচেয়ে সহিংস দুটি মটরসাইকেল গুণ্ডাদলের সদস্য বলে জানিয়েছেন পুলিশ সার্জেন্ট প্যাট্রিক সোয়ানটন। 
 

প্রতিদ্বন্দ্বী দলদুটির মধ্যে ব্যান্ডিডোস অন্যতম, এদের টেক্সাসের সবচেয়ে প্রভাবাশালী মটরসাইকেল গুণ্ডাদল হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দলটিকে একটি অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। 
অপর দলটির নাম কোসাকস্। এই দলটি টেক্সাসে প্রভাব বিস্তারের জন্য ব্যান্ডিডোসকে চ্যালেঞ্জ জানিয়ে আসছিল।
টেক্সাসের পালো পিন্টোর শেরিফ জানিয়েছেন, দুটি দলের মধ্যে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। 
নিহতদের সবাই গুলির আঘাতে মারা গেছেন বলে ময়নাতদন্তের প্রতিবেদনে জাননো হয়েছে। ওই মারামারি ও বন্দুক লড়াইয়ের ঘটনায় এ পর্যন্ত ১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।