লাইবেরিয়া ইবোলা-মুক্ত: ডব্লিউএইচও

৪২ দিনের মধ্যে নতুন করে আর কেউ ইবোলা ভাইরাস আক্রান্ত না হওয়ায় লাইবেরিয়াকে ইবোলা-মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2015, 04:16 PM
Updated : 11 May 2015, 04:16 PM

ডব্লিউএইচও’র পক্ষ থেকে এক বিবৃতে বলা হয়, “লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়েছে।”

লাইবেরিয়ার প্রেসিডেন্ট ইলেন জনসন স্যারলিফ বিবিসি’কে বলেন, লাইবেরিয়া ‘সঙ্কটসীমা অতিক্রম করেছে’। এ রোগ থেকে মুক্তি পেতে সবাই মিলে যে প্রচণ্ড চেষ্টা করেছে তা উদযাপন করা হবে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত হয়ে মোট ৪,৭০০ জনের মৃত্যু হয়েছে। একক দেশ হিসেবে যা সর্বোচ্চ। তবে প্রতিবেশী দেশ গিনি ও সিয়েরা লিওন এখনো ইবোলার সঙ্গে লড়াই করছে।

গত বছর ইবোলার প্রাদুর্ভাবের পর ১১ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

কোনো ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস প্রবেশ করলে সর্বোচ্চ ২১দিনের মধ্যে রোগের লক্ষণ দেয়া যায়। এর দ্বিগুণ, অর্থাৎ, ৪২ দিনের মধ্যে কোন নতুন রোগী পাওয়া না গেলে ডব্লিউএইচও দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করে।