যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে চলবে ফেরি 

৫০ বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও কিউবার মধ্যে ফের যাত্রীবাহী ফেরি চলাচলের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 10:09 AM
Updated : 6 May 2015, 10:09 AM

১৯৬০ সালে যুক্তরাষ্ট্র কিউবার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দুদেশের মধ্যে সব ধরনের যান বন্ধ হয়ে যায়। 

ডিসেম্বরে কিউবার সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। 

এবার ফেরি চলাচল থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানি জানিয়েছে, তাদের ফেরি চালানোর ছাড়পত্র দেয়া হচ্ছে। 

তবে দুইদেশের মধ্যেই বিষয়টি নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা বিরাজমান থাকায় এখনই কিউবার উদ্দেশে যাত্রা করছে না কোনো জাহাজ। এসব বাধা অপসারণের পর ফেরি চলাচল শুরু হবে। 

ফ্লোরিডার মিয়ামিভিত্তিক ইউনাইটেড শিপিং সার্ভিস-এর প্রেসিডেন্ট যোসেফ হিনসন তার দেশের সরকারের এ সিদ্ধান্তকে “বিরাট অগ্রগতি” বলে বর্ণনা করেছেন। 

তিনি বলেছেন, “সবকিছু ভালোয় ভালোয় হলে আমরা সেপ্টেম্বরের মধ্যে চলাচল শুরু করতে পারবো।” 

অপর একটি কোম্পানি নিজের ফেইসবুক পাতায় লিখেছে, “এটি একটি ঐতিহাসিক পর্ব। প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ, তার নেতৃত্বের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ।”

ফ্লোরিডার দক্ষিণ উপকূল থেকে ১৫০ কিলোমিটার দূরে দ্বীপরাষ্ট্র কিউবার অবস্থান।