নিউ ইয়র্কে গুলিতে আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু 

সাদা পোশাকে থাকাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। 

>>রয়টার্স
Published : 5 May 2015, 07:52 AM
Updated : 5 May 2015, 07:52 AM

সোমবার কুইন্সের জ্যামাইকা হাসপাতালে ব্রায়ান মুর নামের ২৫  বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা মারা গেছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার বিল ব্রাটন। 
 
রোববার নিউ ইয়র্কের কুইন্সের এক আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। অস্ত্র মামলার ফেরারি ডেমেটরিয়াস ব্ল্যাকওয়েলকে গ্রেপ্তারের চেষ্টাকালে ব্ল্যাকওয়েল তাকে গুলি করেন। 
 
ব্ল্যাকওয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাচেষ্টা, হামলা, অবৈধ অস্ত্র বহন ও অন্যান্য অভিযোগে ৩৫ বছর বয়সী ব্ল্যাকওয়েলকে বিনা জামিনে আটক রাখা হয়েছে। 
 
কুইন্সল্যান্ডের সরকারি আইন কর্মকর্তা মঙ্গলবার তার বিরুদ্ধে প্রথম-শ্রেণীর খুনের অভিযোগ আনবেন বলে জানিয়েছেন ব্রাটন।
 
পুলিশ কর্মকর্তাদের গুলিতে নিরস্ত্র কৃষ্ণকায় তরুণদের মৃত্যুর বেশ কয়েকটি ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে উত্তেজনা চলছে। সর্বশেষ বাল্টিমোরের কৃষ্ণকায় তরুণ ফ্রেড্ডি গ্রে’র হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 
 
এসবের মধ্যেই নিউ ইয়র্কে পুলিশ কর্মকর্তা মুর গুলিবিদ্ধ হয়ে পরে মারা গেলেন। 
 
ডিসেম্বরে নিউ ইয়র্কে দায়িত্বরত দুজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর এবার দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন মুর। তাকে নিয়ে নিউ ইয়র্কে  পাঁচমাসে গুলিতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হলেন।