সৌদির রাজকীয় অনুষ্ঠান প্রধানের পদেও নতুন মুখ

ক্রাউন প্রিন্স পদে পরিবর্তন আনার এক সপ্তাহের মধ্যেই রাজকীয় অনুষ্ঠান প্রধানের পদেও পরিবর্তন এনেছেন সৌদি বাদশা সালমান। 

>>রয়টার্স
Published : 5 May 2015, 05:32 AM
Updated : 5 May 2015, 05:38 AM

সোমবার এক রাজকীয় ফরমান জারি করে অনুষ্ঠান প্রধানের পদে পরিবর্তন আনা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। 

জারি করা ফরমানে মোহাম্মদ বিন আব্দেলরহমান আল-তুবাইশিকে তার পদ থেকে অপসারণ করে সেখানে খালেদ বিন সালেহ আল-আব্বাদকে নিয়োগ করা হয়। 

তবে পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানায়নি এসপিএ। 

বুধবার সৌদি সরকারের উচ্চপদে গুরুত্বপূর্ণ রদবদল করেন বাদশা সালমান। পারিবারিক প্রথা ভেঙে সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজকে সরিয়ে নিজের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে পরবর্তী ক্রাউন প্রিন্স মনোনীত করেন।

বাদশা নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স করেন।