পাপুয়া নিউ গিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প

ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৪।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:16 AM
Updated : 5 May 2015, 12:41 PM

ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরে বড় ধরনের সুনামির ভয় কেটে যাওয়ার কথা জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউ গিনির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের কোকোপো থেকে ১৩০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ৩৩.৯ কিলোমিটার গভীরে।

প্রথম দফা ভূমিকম্পের পর আরও কয়েকটি পরাঘাত অনুভূত হয়, যেগুলোর মধ্যে অন্তত চারটির মাত্রা ছিল ৪ দশমিক ৪ থেকে ৫ দশমিক ৯ এর মধ্যে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার  জানায়, ভূমিকম্পের পর পোর্ট মোর্সবি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে রাবাউল হার্বার এলাকায় সুনামির লক্ষণ দেখা যায়। ০ দশমিক ৩ মিটার উচ্চতার ঢেউ ও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের সতর্কতাও জারি করা হয়।

তবে ঘণ্টাখানেক পর এক বার্তায় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার  জানায়, সুনামির ভয় অনেকটাই কেটে গেছে।

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মাত্র দশ দিন আগে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।