বাল্টিমোরে তুলে নেয়া হল কারফিউ

যুক্তরাষ্ট্রের দাঙ্গা বিক্ষুব্ধ বাল্টিমোর শহর থেকে তুলে নেয়া হয়েছে কারফিউ। গত মঙ্গলবার থেকে এ কারফিউ জারি ছিল।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 06:50 PM
Updated : 4 May 2015, 06:50 PM

বাল্টিমোরের মেয়র স্টেফানি রাওলিংস-ব্লেক রোববার কারফিউ তুলে নেন। ট্যুইটার একাউন্টে ঘোষণা দিয়ে তিনি বলেন, “শহরজুড়ে কারফিউ জারির নির্দেশ আমি প্রত্যাহার করে নিচ্ছি। এ মুহূর্ত থেকেই তা কার্যকর হচ্ছে।”

পুলিশি হেফাজতে আহত কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাল্টিমোরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ১৯ এপ্রিলে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রে পুলিশী হেফাজতে মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই বাল্টিমোরে বিক্ষোভ  হয়ে আসছিল।

গত সপ্তাহে সোমবার ফ্রেডি গ্রের শেষকৃত্য হওয়ার পর বাল্টিমোরে ব্যাপক সহিংসতা শুরু হয়।এ সহিংসতার মুখেই জরুরি অবস্থা ঘোষণা করে এক সপ্তাহের কারফিউ জারি করেছিল কর্তৃপক্ষ।