মুম্বাইয়ে ইন্সপেক্টরকে খুন করে এএসআইয়ের আত্মহত্যা

অনুপস্থিতি নিয়ে তর্কের জেরে ভারতের মুম্বাইয়ে এক থানার ভেতরে জ্যেষ্ঠ পরিদর্শককে গুলি করে হত্যার পর নিজের মাথায় রিভলবার ঠেকিয়ে আত্মহত্যা করেছেন এক সহকারী উপ পরিদর্শক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 05:18 AM
Updated : 3 May 2015, 05:18 AM

শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ভাকোলা থানায় এ ঘটনায় আরেক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।

মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়া জানান, এএসআই দিলীপ শিরকে আগের রাতে ডিউটিতে না আসায় থানার সিনিয়র ইন্সপেক্টর বিলাস যোশি রেজিস্ট্রার খাতায় তাকে ‘অনুপস্থিত’ লিখে রাখেন। শনিবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে।   

ইন্সপেক্টর বিলাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এএসআই দিলীপ রিভলবার বের করে পরপর দুটো গুলি করেন। এর একটি লাগে ইন্সপেক্টরের পিঠে, অন্যটি তার আর্দালির উরুতে।

এরপর রিভলবার নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন এএসআই দিলীপ। 

সহকর্মীরা তাদের তিনজনকেই দ্রুত মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন। রাত ২টার পর চিকিৎসাধীন অবস্থায় বিলাসও মারা যান।  

রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কমিশনার রাকেশ মারিয়া বলেন, “পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি খতিয়ে দেখছে।"