করাচিতে পুলিশের গুলিতে ৫ জঙ্গি নিহত

পাকিস্তানে পুলিশের গাড়িবহরের উপর হামলার চেষ্টাকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। 

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 03:21 AM
Updated : 3 May 2015, 10:21 AM

শনিবার সন্ধ্যায় দেশটির বৃহত্তম শহর করাচিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।  
 
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাও আনোয়ার জানিয়েছেন, শহরের মালির লিঙ্ক সড়কে একদল জঙ্গি তার গাড়িবহরে
হামলা চালালে ঘটনাটি ঘটে। 
 
তিনি বলেন, “অন্ততপক্ষে ১০ জঙ্গি আমার গাড়িবহরের দিকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করে, এটি আমার জীবনের উপর হামলা হলেও আমি বেঁচে গেছি।”
 
বহরে থাকা পুলিশ কমান্ডোরা পাল্টা গুলি চালিয়ে হামলা প্রতিহত করে। এ সময় জঙ্গিদের সঙ্গে তাদের গোলাগুলিতে পাঁচ জঙ্গি নিহত হয়। অন্য জঙ্গিরা পালিয়ে যায়। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ কর্মকর্তা আনোয়ার হামলার জন্য পাকিস্তান তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন।  
 
ওদিকে, একইদিন পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় জঙ্গি বিমান ও হেলিকপ্টার নিয়ে চালানো  সামরিক বাহিনীর অভিযানে আরও ১২ জঙ্গি নিহত হয়েছেন।