সীমান্তে হুতি হামলা প্রতিরোধের দাবি সৌদির

ইয়েমেনের ভিতর থেকে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের চালানো একটি বড় ধরনের হামলা প্রতিরোধ করার দাবি করেছে সৌদি আরব। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2015, 09:58 AM
Updated : 2 May 2015, 09:58 AM

শুক্রবারের এ লড়াইয়ে কয়েক “ডজন” হুতি বিদ্রোহী নিহত হওয়ার পাশপাশি তিন সৌদি সেনা নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 

সৌদি আরবের নাজারান শহরের কাছে হুতিরা হামলাটি চালিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। 
 
ইয়েমেনে সৌদি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সৌদির মাটিতে চালানো হুতিদের সম্ভাব্য সবচেয়ে বড় হামলা এটি। 

এক বিবৃতিতে সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে হামলাটি চালানো হয়েছে। 

হামলাকারীদের শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্র গোষ্ঠী বলে চিহ্নিত করে এসপিএ বলেছে, সৌদি স্থল বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি হয়েছে এবং সৌদি বাহিনী বিমান হামলার সহায়তা চেয়েছে। 

ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্র সেনাবাহিনীর একটি অংশকে প্রতিরোধ করতে ২৬ মার্চ ভোর থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী।