যুক্তরাষ্ট্র-জাপান নতুন প্রতিরক্ষা পরিকল্পনা প্রকাশ

যুক্তরাষ্ট্র ও জাপান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার নতুন পরিকল্পনা প্রকাশ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 05:03 PM
Updated : 28 April 2015, 05:03 PM

এর মধ্য দিয়ে জাপানের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী বিশ্বে আরো বেশি ভূমিকা রাখার সুযোগ পাবে। যার জন্য চেষ্টা চালিয়ে এসেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রশাসন।

১৯৯৭ সালের পর প্রথম পুনপর্যালোচনা করে নতুন প্রকাশ করা নির্দেশাবলীর আওতায় জাপান সমন্বিত স্ব-প্রতিরক্ষা চর্চা করার অধিকার পাবে। এভাবে দেশটি অন্যান্য দেশকে হামলার মুখ থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এক প্রেস রিলিজে একথা বলেছে।

তাছাড়া, এর আওতায় যুক্তরাষ্ট্র-জাপান জোটের আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগিতাও বাড়বে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

সোমবার সকালে নিউ ইয়র্কে জাপান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন গাইডলাইন সম্পর্কিত একটি যৌথ বিবৃতি দেয়া হয়।