যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা নস্যাৎ করেছে সৌদি আরব

সৌদি আরব  ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে ৯৩ জনকে গ্রেপ্তার করে রিয়াদের মার্কিন দূতাবাসে হামলা পরিকল্পনা নস্যাৎ করেছে।

>>রয়টার্স
Published : 28 April 2015, 03:41 PM
Updated : 28 April 2015, 03:41 PM

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন দূতাবাসে গাড়িবোমা হামলার ফন্দি এঁটেছিল বলে মঙ্গলবার জানিয়েছে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

গ্রেপ্তার ৯৩ জনের মধ্যে অন্তত ৭৭ জনই সৌদি নাগরিক বলে মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানিয়েছে সরকারি সৌদি প্রেস এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, “চরমপন্থি এ দলটির বিরুদ্ধে তৎপরতা চলছে, যারা দেশের নিরাপত্তা ক্ষুন্ন করতে চায়।”

দুই সিরীয় এবং এক সৌদি নাগরিকের একটি সেল  সৌদি আরবের রাজধানী রিয়াদের যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল। মার্চে এ চক্রান্ত ধরা পড়ে।

মন্ত্রণালয় জানায়,  গ্রেপ্তার ৯৩ জনের মধ্যে রয়েছে ওই দুই সিরীয়র একজন এবং সৌদি নাগরিকটিও।

কর্তৃপক্ষ বলছে, একটি সেল গঠিত হয়েছে ৬১ জন সৌদিকে নিয়ে। তারা স্যোশাল মিডিয়ার মাধ্যমে লোকজনকে দলে ভেড়ানো, তহবিল সংগ্রহ করা এবং সৌদি আরবে প্রশিক্ষণ শিবিরও গাড়ার চেষ্টা চালাচ্ছে।