লিবিয়া টিভির ৫ সাংবাদিককে হত্যা করেছে আইএস

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বারকা টিভি স্টেশনের ৫ সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 06:52 PM
Updated : 27 April 2015, 06:52 PM

সেনাবাহিনীর এক কমান্ডার সোমবার একথা জানিয়েছেন। ওই সাংবাদিকরা অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন।

লিবিয়ার নির্বাচিত পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের খবর নেয়ার কাজ সেরে পূর্বাঞ্চলীয় তোবরুক শহর থেকে বেনগাজিতে যাওয়ার পথে তারা নিখোঁজ হন। তাদের ফেরার পথটি ছিল জঙ্গি এলাকা দেরনার মধ্য দিয়ে।

পূর্বাঞ্চলীয় বায়দা শহরে ওই সাংবাদিকদের লাশ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের জন্য আইএস জঙ্গিদেরকেই দায়ী করেছেন ওই এলাকার সেনা কমান্ডার ফারাজ আল বারাসি।

বেনগাজির পূর্বের এলাকার কথা উল্লেখ করে রয়টার্সকে তিনি বলেন, “গ্রিন মাউন্টেইন ফরেস্টে আজ গলাকাটা ৫ টি দেহ পাওয়া গেছে।” তবে ৫ সাংবাদিককে কখন হত্যা করা হয়েছে তা তিনি বলতে পারেননি।

নিহতদের ৪ জন লিবিয়ার এবং একজন মিশরের সাংবাদিক। তারা বারকা টিভির রিপোর্টার হিসাবে কাজ করতেন।