পাকিস্তানে ঝড়বৃষ্টিতে নিহত ৪৪ 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল ঝড়বৃষ্টিতে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

>>আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 04:07 AM
Updated : 27 April 2015, 06:49 AM

রোববারের এই প্রাকৃতিক দুর্যোগে এখানে আরো ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।

প্রদেশটির পেশোয়ার, চারসাড্ডা, মারাদন, নুশেরাসহ কয়েকটি এলাকার ওপর দিয়ে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ের পর প্রবল বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় প্রদেশজুড়ে ৪৪ জন নিহত ও ২০০ জন আহত হন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।  
 
প্রবল বাতাসের চাপে কোথাও কোথাও ঘরবাড়ির ছাদ উড়ে যায় বা ধসে পড়ে, দেয়াল ধসে পড়ে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। 
 
প্রবল বৃষ্টিতে অনেক এলাকায় রাস্তা ডুবে যেয়ে ও গাছাপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসব কারণে উদ্ধারকাজে বাধা পড়ছে।  
 
পেশোয়ার ও সংলগ্ন এলাকায় ১১০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের পাশাপাশি ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।