ওবামার ইমেইল হাতিয়ে নিয়েছে রাশিয়ার হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কিছু ইমেইল গত বছর  হাতিয়ে নিয়েছে রাশিয়ার হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 01:17 PM
Updated : 26 April 2015, 01:17 PM

হোয়াইট হাউজের স্পর্শকাতর  কম্পিউটার ব্যবস্থার কিয়দংশে সাইবার হামলা চালিয়ে এ ঘটনা ঘটায় হ্যাকাররা। ওবামার অনেকগুলো ইমেইল হ্যাকাররা পড়েছে । তবে হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, খোদ প্রেসিডেন্টের ইমেইল একাউন্টে হ্যাকাররা ঢুকতে পেরেছে এমন কোনো প্রমাণ নেই।

হ্যাকাররা প্রেসিডেন্ট ওবামার কিছু চিঠিপত্র হাতিয়ে নিতে পারলেও গোপন কোনো তথ্য চুরি করতে পারেনি বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

চলতি মাসের গোড়ার দিকে হোয়াইট হাউজ কম্পিউটার ব্যবস্থায়  সাইবার হামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ বলছে, এ হ্যাকিংয়ের ঘটনাটি জনসম্মুখে যতটুকু বলা হচ্ছে তার চেয়েও ‘বেশি আগ্রাসী এবং উদ্বেগজনক’।

কারণ, গোপন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত না হলেও কম্পিউটার সিস্টেমের যেটুকু অংশ হ্যাকিংয়ের শিকার হয়েছে তাতে এখনো রয়ে গেছে অনেক স্পর্শকাতর তথ্য।