রাস্তায় প্রার্থনা করে রাত কাটিয়েছে নেপালের মানুষ

ভূমিকম্প আঘাত হানার পর পরাঘাতের শঙ্কায় রাস্তায় প্রার্থনা করে গান গেয়ে রাত কাটিয়েছেন নেপালের হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 08:58 AM
Updated : 26 April 2015, 08:58 AM

শনিবার দেশটিতে শক্তিশালী ভূমিকম্পে বিস্তৃর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার দুপুরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্ততপক্ষে ১৯শ’ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, এটি ৮১ বছরের মধ্যে নেপাল ও সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পনের ঘটনা যা ব্যাপক মাত্রার ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটিয়েছে।

নেপাল ছাড়াও ভুটান, তিব্বত, ভারত ও বাংলাদেশে অনুভূত হয়েছে তীব্র এই কম্পন।

নেপাল সরকার দুর্গত মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।