ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ৫

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে ধূলিঝড় ও বজ্রপাতে অন্ততপক্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 04:25 AM
Updated : 25 April 2015, 04:25 AM

শুক্রবার দিন শেষে এই ঝড়-বজ্রপাতে নিহতদের মধ্যে নারীও রয়েছেন।

দেশটির কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

বজ্রপাতে জাওনপুরে নিহত হয়েছেন দুই ব্যক্তি, প্রতাপগড়ে দুইজন এবং আজমগড়ে এক নারী নিহত হয়েছেন।

নিহত নারীর নাম রামাবতী। আজমগড়ের খামারিয়া গ্রামে তার মাটির ঘর ধূলিঝড়ের কবলে পড়লে তিনি মারা যান।

অঞ্চলগুলোর সবজিবাগান ও গম ক্ষেত ঝড়-বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রদেশটিতে আকস্মিক বন্যা-ঝড়ে ৪০ বছরে ফসলের ব্যাপক ক্ষতি করেছে। এরফলে অনেক কৃষক আর্থিকসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শত শত কৃষক তাদের ফসল হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা পর্যন্ত করেছেন।