টোকিও পার্কে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা

জাপানের টোকিও পার্কে খেলার সরঞ্জাম রাখার অংশের চারপাশে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা দেখা গেছে।স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ কার হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 03:17 PM
Updated : 24 April 2015, 03:17 PM

টোকিও’র টোশিমায় অবস্থিত ওই পার্কটিতে বর্তমানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে রাখা হয়েছে।

এর আগে বুধবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কার্যালয়ের ছাদে একটি চালক বিহীন বিমান (ড্রোন) খুঁজে পাওয়া যায়। ওই বিমানেও তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছিল। ড্রোনটিতে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির হুঁশিয়ারি সঙ্কেত ছিল।

কিয়োদো বার্তা সংস্থা জানায়, গবেষণাগারে পরীক্ষার পর ওই বোতলে কিছু পরিমাণ তেজস্ক্রিয় উপাদান সিজিয়াম পাওয়া যায়। ওইদিনই টোকিও পার্কেও সন্দেহজনক তেজস্ক্রিয় উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দু’দফা পরীক্ষা-নিরীক্ষার পর কর্মকর্তরা পার্কের যে অংশে খেলার সরঞ্জাম থাকে সেখানে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ সনাক্ত করেন।

কর্মকর্তাদের ধারণা, পার্কের মাটির নীচে পুঁতে রাখা কোন বস্তু থেকে ওই বিকিরণ ঘটছে।

টোশিমা জেলার মেয়র ইউকিও টাকানো বলেন, এ ঘটনায় ঝুঁকি খুবই সামান্য। তারপরও স্থানীয় অধিবাসীদের নিশ্চয়তা দিতে ওই এলাকা পরিষ্কার করা হচ্ছে।

২০১১ সালে ভূমিকম্প ও সুনামির কারণে জাপানের ফুকুশিমার পারমাণবিক প্রকল্পটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকেই জাপান সরকার তেজস্ক্রিয়তা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।