মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়বে ইতালি

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা মর্মান্তিকভাবে বেড়ে যেতে থাকায় এসব প্রাণঘাতী পারাপারের মূল হোতা মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 01:34 PM
Updated : 23 April 2015, 01:34 PM

ইতালির পার্লামেন্টের সিনেট বা উচ্চকক্ষে রেনজি বলেন, “মানব পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ লড়ে যাওয়ার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে।”

ভূমধ্যসাগরে অভিবাসী সঙ্কট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে বসার আগে রেনজি এ ঘোষণা দিলেন।
গত রোববার প্রায় নয় শতাধিক যাত্রী নিয়ে লিবিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনাকে কেন্দ্র করে ইইউ এ জরুরি বৈঠক ডাকে। এ দুর্ঘটনায় ৮০০ মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি অন্যতম বড় দুর্ঘটনা।

মানব পাচার এবং দুর্ঘটনার জন্য নৌকাটির ক্যাপ্টেন এবং ক্রুকে গ্রেপ্তার করে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।