নাইজেরিয়ায় বোকো হারামের শীর্ষ কমান্ডার নিহত

নাইজেরিয়ার সেনারা বর্নো রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 12:39 PM
Updated : 23 April 2015, 12:39 PM

সেনাবাহিনীর এক মুখপাত্র ক্রিস ওলুকোলাদে বুধবার সিনহুয়া বার্তা সংস্থাকে এক বিবৃতিতে জানান, মঙ্গলবার সকালে কমান্ডার আবু মোজাহিদ এবং অন্যান্য জঙ্গিরা টহলরত সেনাদের ওপর হামলা চালায়। এ সময়ই সেনাদের পাল্টা আক্রমণে বেশ কিছুসংখ্যক জঙ্গি নিহত হয়।

হামলায় বোকো হারামের কিছু রকেটচালিত গ্রেনেড এবং বিমান-বিধ্বংসী অস্ত্র উদ্ধার ও ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

ওলুকোলাদে আরো জানান, বনজঙ্গলের কিছু এলাকায় সামরিক অভিযান এখনো চলছে। জঙ্গিদের পেতে রাখা বোমাও সেনারা নিস্ক্রিয় করছে।

নাইজেরিয়ার স্থানীয় ভাষায় ‘বোকো হারাম’ নামের অর্থ হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা হারাম’। এ জঙ্গি গোষ্ঠীটি নাইজেরিয়ায় বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে।

২০০৯ সাল থেকে বোকো হারাম নাইজেরিয়ার আশেপাশের দেশ চাদ, ক্যামেরুন এবং নাইজারের জন্যও হুমকি হয়ে উঠৈছে। নাইজেরিয়ায় ‘ইসলামিক শরিয়া আইন’ চালু করা দলটির লক্ষ্য।