পদত্যাগের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর

ঘুষ কেলেঙ্কারির মুখে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান-কু। দায়িত্ব নেয়ার মাত্র দু’মাসের মাথায় তিনি এ প্রস্তাব দিলেন ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 11:55 AM
Updated : 21 April 2015, 11:55 AM

তবে পদত্যাগের প্রস্তাব দিলেও লি  তিন কোটি ওয়ান (দক্ষিণ কোরিয় মুদ্রা) ঘুষ নেয়ার অভিযোগ  অস্বীকার করেছেন।

সাং ওয়ান জং নামে একজন ব্যবসায়ীর অবৈধ প্রচারণা তহবিল থেকে লি এ ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ আছে। 

ব্যবসায়ী সাং গতমাসে মারা যান।তার রেখে যাওয়া একটি নোটে ঘুষ গ্রহণকারী ৮ জনের নাম রয়েছে। এর মধ্যেই আছে লি এর নাম।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এ ঘটনার একটি ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ আহবান করেছেন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রশ্নে সিদ্ধান্তের ব্যাপারে প্রেসিডেন্ট এখনো কিছু জানাননি।

পার্কবর্তমানে সরকারি সফরে পেরুতে থাকায় তিনি দেশে ফিরে সিদ্ধান্ত জানাবেন বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার নিয়মানুযায়ী,কোন রাজনীতিবিদ একলাখ ওয়ানের বেশি অর্থ অনুদান নিতে পারে না।