পাকিস্তানে ৪৬০০ কোটি ডলার বিনিয়োগ করছে চীন

পাকিস্তানে ৪ হাজার ৬শ’ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 11:34 AM
Updated : 21 April 2015, 11:34 AM

সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইসলামাবাদ পৌঁছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের পর এ বিনিয়োগের ঘোষণা দেন।

বিনিয়োগের অর্থ ব্যয় হবে মূলত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা (সিপিইসি) প্রকল্পে।এর আওতায় দুই দেশের মধ্যে সড়ক, রেল যোগাযোগ এবং পাইপলাইন গড়ে তোলা হবে।

এছাড়া, পাকিস্তানের গদার থেকে চীনের পশ্চিমাঞ্চলীয় সিনঝিয়াং পর্যন্ত প্রায় তিন হাজার কিলোমিটার স্থল যোগাযোগ স্থাপিত হবে। এতে করে চীন ভারত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার পাবে।

ফলে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তা হবে মধ্য ও দক্ষিণ এশিয়ায় চীনের অর্থনৈতিক প্রভাব বাড়ানোর বড় একটি পদক্ষেপ। ‍যুক্তরাষ্ট্র পাকিস্তানে যা বিনিয়োগ করে চীনের এ বিনিয়োগ তাও ছাড়িয়ে গেছে, বলছেন সংবাদদাতারা।

চীনের বিনিয়োগের আরেকাংশ ব্যয় হবে কয়লা, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন প্রকল্পে। পাকিস্তানের জাতীয় গ্রিডে প্রায় ১০ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত্ যোগ করার পরিকল্পনা রয়েছে। 

তাছাড়া, দুই দেশের মধ্যে ৪ হাজার ৪শ’ কোটি ডলার ব্যয়ে বিশেষ অপ্টিকাল ফাইবার ক্যাবল বসানোরও পরিকল্পনা রয়েছে।

পাকিস্তান সরকার আশা করছে, এসব পদক্ষেপে দেশটির মন্দা অর্থনীতি নতুন গতি পাবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও চীনের সহযোগিতা চায় পাকিস্তান।   এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, ‘পাকিস্তান ও চীনের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে মৈত্রী প্রয়োজন। এটি দু’পক্ষকেই সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আশা করছি আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।’