ইয়েমেনে শিগগিরই অস্ত্রবিরতির আশা ইরানের

ইয়েমেনে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই অস্ত্রবিরতির আশা প্রকাশ করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান।

>>রয়টার্স
Published : 21 April 2015, 10:58 AM
Updated : 21 April 2015, 10:59 AM

মঙ্গলবার দিনশেষেই এমন ঘোষণা আসতে পারে বলে আমিরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরানের তাসনীম বার্তা সংস্থা।

আমির বলেছেন, “অনেক প্রচেষ্টার পর আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা ইয়েমেনে সামরিক হামলা বন্ধ হতে দেখব বলে আশাবাদী।”

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা বরাবরই বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে ইরান।

কিন্তু সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতিনিধিরাসহ পশ্চিমা দেশগুলোও এ পর্যন্ত ইরানের আহ্বানে সাড়া দেয়নি। উল্টো ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে মদদ দেয়ার জন্য ইরানকে দোষারোপ করে আসছে তারা।

হুতিরা ইয়েমেনের বিশাল এলাকা দখল করে নিয়ে প্রেসিডেন্ট আব্দু-রাব্বু মনসুর হাদিকে নির্বাসনে চলে যেতে বাধ্য করেছে। সৌদি আরব অন্যান্য আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে এ হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।

রাজধানী সানাসহ ইয়েমেনের আরো অনেক জায়গাতেই গত চার সপ্তাহ ধরে চলছে দৈনিক বিমান হামলা। এতে করে দেশটিকে খাদ্য ও জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বাড়ছে সাধারণ মানুষ নিহতের ঘটনা।

সানার ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সর্বশেষ বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইয়েমেন সঙ্কটের স্থায়ী সুরাহার জন্য আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাধান জরুরি বলে একমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সৌদি আরবের বাদশাহ সালমান।