উত্তর কোরিয়ার শীর্ষ পর্বতে উঠলেন উন

উত্তর কোরিয়ার শীর্ষ পর্বত চূড়ায় আরোহণ করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 05:08 AM
Updated : 21 April 2015, 12:41 PM

রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 
 
প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ছবিতে দেশটির নেতাকে একটি তুষারাচ্ছন্ন পর্বতশীর্ষে অস্তগামী সূর্যের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 
 

প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং-উন কয়েকশ বৈমানিক ও পার্টি কর্মকর্তাদের নিয়ে ২,৭৫০ মিটার উচ্চতার পায়েকতু পর্বত শীর্ষে উঠেছেন। 
এই পর্বতে উনের বাবা দেশটির প্রয়াত সাবেক শীর্ষ নেতা দ্বিতীয় কিম জং জন্মগ্রহণ করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়া। 
তবে অনেক পশ্চিমা ঐতিহাসিক জং রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন বলে দাবি করে। 
আগ্নেয়গিরি থেকে তৈরি এই পর্বতশীর্ষটি উত্তর কোরিয়ার চীন সীমান্তে অবস্থিত। কোরীয় উপকথাগুলোতে এ পর্বতটিকে একটি পবিত্র স্থান হিসেবে তুলে ধরা হয়েছে।