পাকিস্তান সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু’দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 03:17 PM
Updated : 20 April 2015, 03:17 PM

নয় বছরের মধ্যে এটিই চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। এ সফরকে কেন্দ্র করে ইসলামাবাদ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে।

ইসলামাবাদের নুর খান বিমান ঘাঁটিতে প্রেসিডেন্ট শি'কে স্বাগত জানান প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

প্রেসিডেন্ট শি’র এ সফরকে পাকিস্তানের ‘ভাগ্য পরিবর্তনকারী সফর’আখ্যা দেয়া হচ্ছে। এ সফরে তিনি পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর বা পিসিইসি প্রকল্পে ২,৮০০ কোটি ডলার বিনিয়োগ করবেন বলে মনে করা হচ্ছে।

তাছাড়া,  সফরকালে আরো নানা ক্ষেত্রে  সমঝোতা স্মারকও সই করবে দুই দেশ।