যমজের গ্রাম কেরালার কোড্ডিনি

ভারতে কেরালার গ্রাম কোড্ডিনি এখন যমজের গ্রাম নামেই পরিচিত হয়ে উঠেছে। গ্রামটির মোট দুই হাজার পরিবারের মধ্যে যমজ আছে ২৫০ জোড়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 04:57 PM
Updated : 19 April 2015, 04:57 PM

ভারত তো বটেই, গোটা  বিশ্বে জন্মানো গড় যমজের হিসাবেও প্রত্যন্ত এ গ্রামটিতে যমজের সংখ্যা প্রায় ৬ গুণ বেশি।

‘দ্য টেলিগ্রাফ’ এর খবরে বলা হয়েছে, কেবল ২০০৮ সালেই গ্রামটিতে জন্ম নেয়া ৩শ’ শিশুর মধ্যে যমজ ছিল ১৫ জোড়া। এবছর সে সংখ্যাও ছড়িয়ে গেছে। আর গত পাঁচ বছরে গ্রামটিতে জন্ম নিয়েছে ৬০ জোড়া যমজ। যমজের সংখ্যা বছর-বছর বাড়ছেই।

গ্রামটিতে এ হারে যমজ জন্ম নেয়ার রহস্য কি তা উদঘাটনের চেষ্টা করছেন স্থানীয় চিকিৎসক এবং বিষয়টি নিয়ে গবেষণায় কৌতুহলী কৃষ্ণান শ্রীবিজু।

গ্রামটিতে ২৫০ জোড়া যমজের নাম নিবন্ধন করা থাকলেও প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলেই ধারণা শ্রীবিজুর।

তিনি বলেন, কোড্ডিনি গ্রামের চৌহদ্দির মধ্যে প্রায় ৩শ’ থেকে সাড়ে তিনশ’ যমজ আছে বলেই ধারণা তার।