‘হত্যার’ নতুন ভিডিও প্রকাশ করেছে আইএস

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 04:14 PM
Updated : 19 April 2015, 08:08 PM

ভিডিওতে লিবিয়ায় ৩০ জনের মতো ইথিওপীয় খ্রিস্টানকে গুলি ও শিরশ্ছেদ করে হত্যার দৃশ্য দেখানো হয়েছে।

এতে দেখা যায়, সমুদ্র পাড়ে ১৫ জনের শিরশ্ছেদ করা হচ্ছে এবং মরুভূমিতে অন্য আরেক দল মানুষকে মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, নিহতরা ইথিওপিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা লিবিয়া থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল।

ফেব্রুয়ারিতে আইএস ২১ জন মিশরীয় খ্রিস্টানের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে। এ ভিডিওটিও অনেকটা ওইরকম।

২৯ মিনিটের এ ভিডিও’তে আইএস এর লোগো রয়েছে। তবে ভিডিওটি কতটুকু সত্য সেটি এখনো যাচাই করা যায়নি।

ভিডিওতে আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী একজনকে খ্রিস্টানদের হুমকি দিয়ে বলতে শোনা যায়, খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ না করলে বা বিশেষ কর না দিলে তাদের হত্যা করা হবে।

গত কয়েক মাসে আইএস এমন বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জিম্মিদের হত্যা করা হয়েছে।

আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার অনেকাংশ দখল করে নিয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের সুন্নিপন্থি জঙ্গি সংগঠনগুলো তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।