দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছে ৯/১১ উদ্ধারকর্মীরা

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলার পর যেসব উদ্ধারকার্মীরা জরুরি উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন পরবর্তীতে তাদের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হয়েছে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 01:51 PM
Updated : 19 April 2015, 01:51 PM

গবেষণায় দেখা গেছে, যেসব উদ্ধারকর্মী হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছান তারা বেশিমাত্রায় শারীরিক ও মানসিক রোগে ভুগছে।

“স্বাস্থ্যের সব ধরনের অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে, তুলনামূলকভাবে যেসব উদ্ধারকর্মীরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর সবার প্রথমে ঘটনাস্থলে পৌঁছান তারা পরবর্তীতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন।”

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

নিউ ইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগের ২,২৮১ জন জরুরি চিকিৎসা সেবাদানকারী যাদেরকে হামলার পরপরই ঘটনাস্থলে পাঠানো হয়, তাদের ওপর এক যুগেরও বেশি সময় (২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত) ধরে নজর রাখেন গবেষকরা। 

গবেষণায় দেখা গেছে, তাদের গ্যাস্ট্রিক ও শ্বাসকষ্টজনিত সমস্যা সাধারণের চাইতে চার গুণ বেশি হয়েছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) সাত গুণ বেশি এবং হতাশা জনিত সমস্যা দুই গুণ বেশি হয়েছে।

‘অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন’ অনলাইনে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়।