নাইজেরিয়ায় ‘রহস্যময় রোগে’ ১৮ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে গত কয়েকদিনে একটি “রহস্যময়” রোগে অন্তত ১৮ জন মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 06:56 AM
Updated : 19 April 2015, 06:56 AM

রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

দক্ষিণপূর্বাঞ্চলের অনডো রাজ্যের ওডে-ইরেল টাউনে রোগটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়েছে। ঝাঁপসা দৃষ্টি, মাথা ব্যাথা ও অজ্ঞান হওয়ার মধ্যদিয়ে প্রকাশ হওয়ার রোগ লক্ষণের ২৪ ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হচ্ছে। 

অজ্ঞাত রোগটি শনাক্তের জন্য নাইজেরিয়ার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা ওডে-ইরেল টাউনে অবস্থান করছেন।

অনডোর সরকারি মুখপাত্র কেয়োদে আকিনমেদ বলেছেন, “পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে রোগের কারণ ইবোলা বা অন্য কোনো ভাইরাসজনিত নয়।”

রোগটিকে “রহস্যময়” বলে বর্ণনা করেছেন তিনি।

ডব্লিউএইচও’র মুখপাত্র গ্রেগরি হার্টল জানিয়েছেন, ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে আক্রান্তদের সবার রোগ লক্ষণ প্রকাশ পেয়েছে।

রাজ্যের স্বাস্থ্য কমিশনার দাইয়ো আদেয়ানজু জানিয়েছেন, অজ্ঞাত এই রোগটিতে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় বলে ধারণা করা হচ্ছে।