বাজি শোধনাগারের দখল নিয়েছে ইরাকী সেনারা

ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দিয়ে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগারের অনেকাংশের দখল নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

>>রয়টার্স
Published : 18 April 2015, 04:04 PM
Updated : 18 April 2015, 04:04 PM

এক সপ্তাহ আগে ইরাকের বাজি তেলশোধনাগারে হামলা চালায় আইএস জঙ্গিরা। ওই সময় তারা তেল মজুদ করার ট্যাঙ্কসহ শোধনাগারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের দখল নেয়।

ইরাকের সন্ত্রাস দমন বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নোমানি রয়টার্সকে বলেন, সেনা সদস্যরা তেলশোধনাগাটির বেশিরভাগ অংশের পুনঃদখল নিয়েছে। যদিও এখন জঙ্গিদের কয়েকজন এখনও সেখানে রয়েছে। 

“কয়েক ঘন্টার মধ্যে আমরা তেলশোধনাগারটি পুরোপুরি দখলে নিতে পারবো বলে আশা করছি।”

গত নভেম্বরেও একবার আইএস জঙ্গিদের কাছ থেকে বাজি শোধনাগারের দখল নিয়েছিল ইরাকের সেনাবাহিনী। পরে তারা দখল হারায়।