যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ারও আগ্রহ আছে এবং ওই বিষয়গুলোতে দুই দেশের এক সঙ্গে কাজ করা প্রয়োজন বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

>>রয়টার্স
Published : 18 April 2015, 02:31 PM
Updated : 18 April 2015, 02:31 PM

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুতিন।

পুতিন বলেন, “আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু একই ভাবে এমন কিছু বিষয়ও আছে যেগুলো আমাদের একত্রিত করে এবং সেগুলো আমাদের একসঙ্গে কাজ করতে বাধ্য করে।”

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক বিষয়ে মুখিমুখি অবস্থান নিয়েছে মস্কো ও ওয়াশিংটন। সিরিয়া ছাড়াও বর্তমানে রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেইন প্রসঙ্গে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গেছে।

এর আগে পুতিন প্রায়শই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বার্তা বলতেন।

মাত্র দুইদিন আগে অন্য একটি টেলিভিশন অনুষ্ঠানে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বকে নিজেদের পদতলে নেয়ার চেষ্টা করছে।

“তারা (যুক্তরাষ্ট্র) মিত্র নয় বরং অনুসারী চায়।”

সেই সঙ্গে ইউক্রেইনের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন তিনি।

যদিও ইউক্রেইন সরকার ও পশ্চিমা বিশ্বের অভিযোগ রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র ও সেনা দিয়ে সাহায্য করছে।

রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।