আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৩৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৩৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 18 April 2015, 07:13 AM
Updated : 19 April 2015, 03:59 AM

শহরটির পুলিশ প্রধান ফজল আহমদ শেরজাদ শনিবার এ কথা জানিয়েছেন।

শেরজাদ বলেন, “এটি একটি আত্মঘাতী হামলা ছিল।”

তবে আত্মঘাতী হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে এসেছিল নাকি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে এসেছিল এ ব্যাপারে এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

শেরজাদ বলেন, “এটি কোন ধরনের আত্মঘাতী হামলা তা এখনই বলা যাচ্ছে না।”

তবে এই হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছে দেশটির মৌলবাদী বিদ্রোহী-জঙ্গিগোষ্ঠী তালেবান। যদিও ইতোপূর্বে অনেক হামলার দায়িত্ব গোষ্ঠীটি স্বীকার করেছিল।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেন, “এটি অত্যন্ত জঘন্য একটি ঘটনা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।”

২০০১ সালে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমবারের মতো কট্টর তালেবান গোষ্ঠী এ ধরনের কোনো মন্তব্য করল।

বর্তমানে আফগান সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ন্যাটোর সামান্য সমর্থন নিয়ে তালেবানসহ অন্যান্য উগ্রপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।