জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা ফের চালু

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ঘুষ দুর্নীতির মামলা পুনরায় চালু হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 04:29 PM
Updated : 17 April 2015, 04:29 PM

শুক্রবার দেশটির একটি দুর্নীতি দমন আদালাতে মামলার বিচার কাজ  শুরু হয়।

‘দ্য ডন’ জানায়, রাওয়ালপিন্ডি অ্যাকাউন্টেবিলিটি আদালতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) প্রধান কামার জামান চৌধুরির পক্ষে বিশেষ আইনজীবী রাজা খুররাম এজাজ এই মামলাটি দায়ের করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও এ মামলায় অভিযুক্ত ছিলেন। কিন্তু ২০০৭ সালে বোমা হামলায় নিহত হন বেনজির। তাই এই মামলা থেকে বেনজিরের নাম বাদ দেয়া হয়।

মামলাটি নতুন করে আমলে নিয়ে আদালত জারদারিকে ২৭ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

২০০১ সালে প্রথম জারদারি ও বেনজিরের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত এ মামলাটি হয়। ২০০২ সালে জারদারি মামলাটি চ্যালেঞ্জ করেন।

জারদারির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার প্রতিনিধিদের নামে বেশ কিছু সম্পদ ক্রয় করেছেন এবং সুইস ব্যাংকের বেশ কয়েকটি অ্যাকাউন্টে ঘুষের অর্থ জমা করেছেন।