সাদ্দাম আমলের ভাইস প্রেসিডেন্ট নিহত

ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেন আমলের ভাইস প্রেসিডেন্ট ইজ্জাত ইব্রাহিম আল-দৌরি নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 04:04 PM
Updated : 17 April 2015, 04:58 PM

বাগদাদের উত্তরে সালাহুদ্দিন প্রদেশে সরকারি সেনাদের সঙ্গে লড়াইয়ে তিনি নিহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পেছনে মূল চালিকাশক্তি নক্সবন্দি ওর্ডার বিদ্রোহী দলের নেতৃত্বে ছিলেন আল-দৌরি।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকে আগ্রাসন চালিয়ে তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর আল-দৌরি পালিয়ে গিয়েছিলেন। দৌরিই ছিলেন সাদ্দামের বাথ পার্টির সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি ধরা পড়েননি। তার মাথার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে রাখা হয়েছিল বহু বছর ধরেই।

দৌরির মৃত্যু কিংবা ধরা পড়ার অনেক খবর আগে পাওয়া গেলেও সংবাদদাতারা বলছেন, এ যাবৎকালের মধ্যে এবারের খবরটিই সবচেয়ে বিশ্বাসযোগ্য।

আল আরাবিয়া টিভি আল-দৌরির মৃতদেহের ছবিও দেখিয়েছে। সালাহুদ্দিন প্রদেশের গভর্নর রিয়াদ আল-জাবৌরি বলেছেন, তিকরিতের পূর্বে সেনা এবং শিয়া মিলিশিয়াদের এক অভিযানে তিনি নিহত হন। সরকারি বাহিনী দু’সপ্তাহ আগে শহরটি জঙ্গিদের কাছ থেকে পুনর্দখল করেছে।