জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের ওপর নিরাপত্তা পরিষদের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ নিষেধাজ্ঞা বাড়ানোর পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। সেইসঙ্গে এর বিরুদ্ধে গণবিক্ষোভেরও ডাক দিয়েছে তারা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 03:27 PM
Updated : 15 April 2015, 03:27 PM

হুতিদের ‘সুপ্রিম রিভল্যুশনারী কমিটি’ মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবনাকে ‘আগ্রাসন’ বলে বর্ণনা করেছে।

শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আরব জোট বাহিনীর পরিচালিত অভিযানের কথা উল্লেখ করে বিবৃতিতে এ আগ্রাসনের সমর্থনে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার নিন্দা জানাতে বৃহস্পতিবার ইয়েমেনের জনগণকে বিক্ষোভে নামারও ডাক দেয়া হয়।

বৃহস্পতিবার এ গণবিক্ষোভের ডাক দেয়া হলেও বুধবারেই বহু মানুষ ওই প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের রাজধানী সানার জাতিসংঘ কার্যালয়ের বাইরে সমাবেশ করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডানের পেশ করা এক প্রস্তাবনার আওতায় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা বাড়ানো ছাড়াও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া ছাড়া এ প্রস্তাবে সমর্থন দিয়েছে নিরাপত্তা পরিষদের সব সদস্যদেশ।

এসব নিষেধাজ্ঞার আওতায় বিশিষ্ট দুই হুতি বিদ্রোহী নেতার ভ্রমণ নিষিদ্ধ করাসহ সম্পদও জব্দ করা হয়েছে।

এ প্রস্তাবনাকে প্রথম স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটি অন্যান্য মিত্র আরব দেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে। এডেনে হুতিদের অগ্রযাত্রা  ঠেকাতে ২৬ মার্চ থেকে এ হামলা শুরু করেছে সৌদি আরব।