ইরাকে আনবারের আরেকটি গ্রাম আইএস’র দখলে

ইরাকে আনবার প্রদেশের রাজধানীর কাছে আরেকটি গ্রাম দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 02:09 PM
Updated : 15 April 2015, 02:09 PM

পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা বুধবার বলেছেন, প্রাদেশিক রাজধানী রামাদির উত্তর-পূর্বের ৫ কিলোমিটারের মধ্যে নিরাপত্তা বাহিনী রাতভর জঙ্গিদের হামলার শিকার হয়ে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করার পর আবু গানিম গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে শত শত পরিবার।

ইরাক সরকার গত সপ্তাহে সুন্নি মুসলিমদের প্রাণকেন্দ্র আনবার পুনর্দখলের জন্য নতুন করে অভিযান শুরুর ঘোষণা দেয়ার পর থেকেই রামাদির উত্তরাঞ্চলীয় সীমান্তে আক্রমণ শানাচ্ছে জঙ্গিরা।

আইএস গত জুনে মসুল দখলের আগে থেকেই আনবার প্রদেশের বিশাল অংশ সরকারের হাতছাড়া হয়ে গেছে।

এরপর থেকে নিরাপত্তা বাহিনী এবং শিয়া আধা সামরিক বাহিনী কিছু অগ্রগতি অর্জন করলেও নিনেভেহ প্রদেশ এবং আনবারের অধিকাংশ এলাকাসহ সুন্নি এলাকাগুলো এখনো আইএস এর নিয়ন্ত্রণে রয়ে গেছে।

তিকরিতে ইরাকি নিরাপত্তা বাহিনী এবং শিয়া আধা সামরিক বাহিনী এ মাসে যে জয় পেয়েছে সে ধারায় আনবার প্রদেশের অভিযানেরও লক্ষ্য ছিল বিজয় ছিনিয়ে আনা।

কিন্তু সুন্নি জিহাদিরা আনবার এবং বাইজিতে আবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা শুরু করে। দুপক্ষের মধ্যে এ লড়াই এখনো চলছে।