আটটি চীনা সাবমেরিন কিনছে পাকিস্তান 

চীন থেকে আটটি সাবমেরিন কিনতে চারশ থেকে পাঁচশ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে পাকিস্তান। 

>>রয়টার্স
Published : 2 April 2015, 04:30 AM
Updated : 2 April 2015, 06:52 AM

এই চুক্তি স্বাক্ষরিত হলে এটি চীনের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানির আদেশ হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। 
 
দুপক্ষের মধ্যে এই চুক্তির “নীতিগত” বিষয়ে সমঝোতা হয়েছে বলে পাকিস্তান পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির বরাত দিয়ে জানিয়েছে সংবাদপত্রটি। 
 
বুধবার পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, সাবমেরিন ক্রয়ের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। 
 
এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
চীন ও পাকিস্তান পরস্পরকে “সবসময়ের বন্ধু” বলে অভিহিত করে। দুটি দেশেরই প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈরি সম্পর্ক রয়েছে। এটি তাদের পরস্পরের ঘনিষ্ঠতায় একটি ভূমিকা রেখেছে। 
 
চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান। এর আগেও পাকিস্তানের কাছে বিপুল পরিমাণ সামরিক রসদ বিক্রি করেছে চীন।