তিকরিতে ইরাক সরকারের জয় দাবি

ইরাকের তিকরিতে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে মাসব্যাপী লড়াইয়ে জয় দাবি করেছে সরকারি বাহিনী। কেবলমাত্র ছোট কয়েকটি প্রতিরোধ এলাকা দখল করা বাকী বলে জানিয়েছে তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 05:48 PM
Updated : 1 April 2015, 05:48 PM

রাষ্টীয় টিভিতে তিকরিতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিকে সেনা ও পুলিশ বাহিনীর হর্তাকর্তা এবং প্রাদেশিক গভর্নর এবং শিয়া আধা সামরিক বাহিনীর নেতাদেরকে নিয়ে তিকরিতে প্যারেড করতে দেখা গেছে এবং ওড়াতে দেখা গেছে ইরাকের পতাকাও।

বাগদাদের প্রায় ১৪০ কিলোমিটার উত্তরের এ শহরটি গত জুনে দখল করেছিল আইএস জঙ্গিরা। শহরটিতে এখনো চলছে লড়াই। শোনা যাচ্ছে বিস্ফোরণ, গুলির শব্দ।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-ঘাব্বান সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা বাহিনী শহরটির শেষ আইএস আস্তানা কাদিসিয়া জঙ্গিমুক্ত করার জন্য লড়ছে।

তিনি বলেন, “আজ তিকরিতের বেশির ভাগ এলাকাই জঙ্গিমুক্ত হয়েছে। মাত্র কয়েকটি এলাকা  এখনো বাকি রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই সে জায়গাগুলো জঙ্গিমুক্ত করার সুখবর দেব আমরা।”