আইসিসি’তে যোগ দিয়েছে ফিলিস্তিন

ফিলিস্তিন কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যোগ দিয়েছে। ইসরায়েলের তীব্র বিরোধিতা উপেক্ষা করে ফিলিস্তিন এ পদক্ষেপ নিয়েছে।

>>রয়টার্স
Published : 1 April 2015, 04:23 PM
Updated : 1 April 2015, 04:23 PM

হেগ- এ ইসরায়েল বাদে ১শ’রও বেশি দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইসিসি’তে যোগ দেয় ফিলিস্তিন। এতে করে ফিলিস্তিন অঞ্চলে ভবিষ্যতে যে কোনো অপরাধ এ আদালতের বিচারব্যবস্থাধীন থাকবে।

ফিলিস্তিন এ পদক্ষেপের মধ্য দিয়ে সহিংসতার পরিবর্তে আইনের শাসনকে বেছে নেয়ার সঙ্কেত দেয়ায় একে স্বাগত জানিয়েছে মানবাধিকার গ্রুপগুলো। তবে ইসরায়েল এ পদক্ষেপ শান্তির সম্ভাবনা নস্যাৎ করেছে বলেই মন্তব্য করেছে এবং আদালতের সঙ্গে সহযোগিতা করবে না বলে জানিয়েছে।

ফিলিস্তিনে ভবিষ্যতে সংঘটিত যে কোনো অপরাধ আইসিসি’র বিচারব্যবস্থাধীনে আসছে ১ এপ্রিল থেকেই।

স্থানীয় কর্তৃপক্ষ কোনো মারাত্মক অপরাধের বিচার করতে অপারগ বা অনিচ্ছুক হলে আইসিসি’ই সেক্ষেত্রে শেষ অবলম্বন। ইসরায়েল এ আদালতে ফিলিস্তিনের সদস্যপদের ঘোর বিরোধী।