দামেস্কর শরণার্থী শিবিরে হানা দিয়েছে আইএস

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমোক  ফিলিস্তিন শরণার্থী শিবিরে ঢুকেছে বলে জানিয়েছে আন্দোলনকর্মী ও ফিলিস্তিনি কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 02:18 PM
Updated : 1 April 2015, 02:18 PM
শিবিরের ভেতর জঙ্গিদের সঙ্গে কয়েকটি গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং আইএস শিবিরটির বেশকিছু অংশ দখল করে নিয়েছে বলে জানানো হয়েছে খবরে।

জাতিসংঘ বলেছে, শিবিরটিতে রয়েছে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি শরণার্থী।

সিরিয়ার পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলজুড়ে বিশাল এলাকা দখল করেছে আইএস জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শীরা এবং গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি হাজার আসওয়াদ শহরতলী থেকে শিবিরে ঢুকেছে আইএস যোদ্ধারা।

১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পালানো ফিলিস্তিনিদের জন্য প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ইয়ারমোক শরণার্থী শিবির। ২০১২ সাল থেকে শিবিরটিতে সরকারি সেনা এবং বিদ্রোহী বাহিনীর লড়াই চলে আসছে।