ইয়েমেনে কারখানায় বিস্ফোরণে নিহত ২৫

ইয়েমেনের হোদাইদা বন্দরের একটি দুগ্ধজাত পন্যের কারখানায় বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 1 April 2015, 12:01 PM
Updated : 1 April 2015, 12:01 PM

ইয়েমেনে সৌদি বাহিনীর চলমান বিমান হামলা কিংবা কাছাকাছি কোনো সামরিক ঘাঁটি থেকে এসে পড়া রকেট থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে।

সৌদি-আরব নেতৃত্বাধীন জোট ২৬ মার্চে হুতি বিদ্রোহীদের ওপর হামলা শুরুর পর ইয়েমেনে এটিই সবচেয়ে বড় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বলে মনে করা হচ্ছে।

হুতি সংশ্লিষ্ট সামরিক ওয়েবসাইট দুগ্ধজান পন্য এবং তেলের কারখানায় গতরাতের বিমান হামলায় ৩৭ কর্মী নিহত এবং ৮০ জন আহত হওয়ার খবর জানিয়েছে।

শহরটির কয়েকটি চিকিৎসক সূত্র জানিয়েছে, কারখানাটিতে ২৫ কর্মী নিহত হয়েছে। মধ্যরাতের কিছুসময় পরই কারখানাটি বিমান হামলার লক্ষ্য হয়েছিল বলে জানিয়েছে অধিবাসী ও প্রত্যক্ষদর্শীরা।

আবার অনেকে বলেছেন, কাছাকাছি অবস্থিত সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ’র অনুগত বাহিনীর একটি সামরিক ঘাঁটি থেকে বিমান হামলার জবাবে ছোড়া রকেট কারখানাটিতে আঘাত হেনেছে।