মিশরে ৬৮ আন্দোলনকারীর মুক্তি

মিশরের একটি আদালত ৬৮ জন আন্দোলনকারীকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সদস্যও রয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 06:12 PM
Updated : 31 March 2015, 06:12 PM

মিশরে এ ধরনের ঘটনা খুবই বিরল। মিশর মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ব্যাপক গণআন্দোলনের মুখে ২০১৩ সালে মিশরের সেনাবাহিনী ওই সময়ের প্রেসিডেন্ট ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর ব্রাদারহুডের নেতা-কর্মীদের ওপর ব্যাপক ধর-পাকড়চালানো হয়।

যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে আন্দোলন করায় মুক্তিপ্রাপ্ত প্রত্যেকে আলাদা ভাবে অভিযুক্ত করা হয় এবং প্রত্যেককে ৫০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়।